Brief History of AJLIB
AJLIB (Association of Japanese Language Institute’s in Bangladesh) এর প্রতিষ্ঠা সময় ২০১৯ ইং সালের গোড়ার দিকে। চাকরী নিয়ে জাপান যাওয়ার পদ্ধতিগত বিচ্যূতি বা সকলের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য জাপানী ভাষা শিক্ষা
প্রতিষ্ঠানদের নিয়ে AJLIB গঠিত হয়। শুরুতে এর উদ্দেশ্য প্রতিবাদমূলক হলেও ধীরে ধীরে আমরা সংগঠিত হয়ে জাপানে উচ্চ
শিক্ষার কার্যক্রমের বেগবান এবং চাকরী প্রত্যাশিদের নানা রকম কর্মকান্ড নিয়ে অঔখই পরিচালিত হচ্ছে। বর্তমানে জাপান
সংক্রান্ত নানা রকম কর্মকান্ড পরিচালিত হচ্ছে যেমন- বিভিন্ন স্তরে জাপানে উচ্চ শিক্ষা এবং জাপানে দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরন।
AJLIB এর সদস্যগণ জাপানে উচ্চ শিক্ষা প্রত্যাশী ছাত্র/ছাত্রীদের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত করছে। জাপানে উচ্চ
শিক্ষার প্রধান শর্ত জাপানী ভাষা জেনে এর উপর সরাসরি বা ঝশুঢ়ব তে ইন্টারভিউ দেয়া। ওহঃবৎারবি তে উত্তীর্ণ হলে
জাপানী স্কুলে ভর্তির সুযোগ আসে। এরপর কিছু প্রক্রিয়ার মাধ্যমে ভিসা নিয়ে জাপান গিয়ে পড়াশোনা করতে হয়। এই
সংগঠনের সকল সদস্য Student Visa সংক্রান্ত সকল কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছে। চাকরী নিয়ে জাপান যাওয়ার
কার্যক্রম বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা। এই কার্যক্রমের প্রতি AJLIB এর সকল সদস্য তাদের সহযোগিতা
সঠিকভাবে পরিচালিত করছে। উক্ত কার্যক্রমের জন্য চাকরী নিয়ে জাপান যাওয়ার যোগ্যতা , জাপানী ভাষগত জ্ঞান এবং সঠিক
অভিবাসন ব্যয় এই নিয়ে ২০১৯ ইং সালের সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে ঢাকার শাহবাগের যাদুঘর মিলনায়তনে একটি সফল
সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে প্রায় ১২,০০০ চাকরী প্রত্যাশী ও তাদের অভিবাবকগণ উপস্থিত হয়ে জাপান
যাওয়ার সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকেন। এছাড়াও AJLIB এর সদস্যগণ সর্বদাই জাপান সংক্রান্ত নানা রকম সেমিনার,
ওয়ার্কশপ, ডেমো কøাশসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষার্থী ও চাকরী প্রত্যাশীদের উপকারে আসছে। AJLIB
আগামীতে আরো নানামুখী কর্মসূচী নিয়ে সকলকে উদ্বুব্ধ এবং সচেতন করার কার্যক্রম পরিচালিত করবে। আপনারা এই
সংগঠনটির কামনা করুন।